• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বরিশাল সিটি নির্বাচন

পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত কঠোর হতে পারে: সরওয়ার

বরিশাল প্রতিনিধি

  ২৮ জুলাই ২০১৮, ১৮:১৮

বরিশালে হাইকোর্টের নির্দেশ অমান্য করে বাড়ি বাড়ি গিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেন সরওয়ার। বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার-হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন ধানের শীষের মেয়র প্রার্থী মজিবুর রহমান সরওয়ার।

শনিবার দুপুরে বরিশাল মহানগর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের প্রতি এ আহ্বান জানান তিনি।

বিএনপির প্রার্থী সরওয়ার বলেন, গ্রেপ্তার-হয়রানি চলতে থাকলে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বসে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে। এভাবে নির্বাচন করা যায় না। বরিশালে এখনও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। বিএনপির অভিযোগ ইসিও আমলে নিচ্ছে না বলেও তিনি জানান।

সরওয়ার বলেন, আগে বরিশালে ঈদের খুশির মতো নির্বাচন হত, এখন চোখের জলে নির্বাচন হচ্ছে। নির্বাচন কমিশনের আইন মানছে না আওয়ামী লীগ। মন্ত্রী পদমর্যাদার লোক বরিশালে অবস্থান করছেন।

সংবাদ সম্মেলনে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতিসহ নগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
বহিষ্কার করেও ভোটমুখী নেতাদের বাগে আনতে পারছে না বিএনপি
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
X
Fresh