• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নির্বাচনের ১০০ দিন আগে সংসদ-মন্ত্রিসভা ভেঙে দিতে হবে: বদরুদ্দোজা

চট্টগ্রাম ব্যুরো, আরটিভি অনলাইন

  ২৭ জুলাই ২০১৮, ২১:১৯

জাতীয় নির্বাচনের ১০০ দিন আগে সংসদ ও মন্ত্রিসভা ভেঙে দেয়ার আহ্বান জানালেন সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারা বাংলাদেশ’র সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

শুক্রবার বিকেলে চট্টগ্রামে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র উদ্যোগে আয়োজিত যুক্তফ্রন্টের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। নির্বাচনের একমাস আগে থেকে সেনাবাহিনীর টহল দিতে হবে এবং নির্বাচনের সময় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিতে হবে।

এ সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকারের মতো এতো বড় মিথ্যাবাদী, প্রতারক সরকার আর কেউ দেখেনি। বর্তমান সরকারের মতো জালিম সরকার আর কোনোদিন বাংলাদেশে আসেনি।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য আরও বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিকল্পধারা বাংলাদেশ’র মহাসচিব মেজর (অব) আবদুল মান্নানসহ যুক্তফ্রন্টের নেতারা।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘নির্বাচনে খরচ ১ কোটি ২৬ লাখ, যেভাবেই হোক তুলবো’
উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র নির্ধারণে ইসির নির্দেশনা
নির্বাচনী সংস্কৃতির চিরন্তন পাঠটি সুখকর না
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নতুন সিদ্ধান্ত
X
Fresh