• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নির্বাচন কমিশনকে হেয় করলে আমরা ছোট হই, জাতি ছোট হয় : এইচ টি ইমাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ জুলাই ২০১৮, ২২:৫৩

সুষ্ঠু-অবাধ নির্বাচনের জন্য আমাদের যা করা দরকার তাই করবো। যা করছি তার বাইরে আরও কিছু করার থাকলে তাই করবো। অনেক সময় বিশেষ করে একটি দল কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন বক্তব্য দেয়। নির্বাচন কমিশনকে হেয় করলে আমরা ছোট হই, জাতি ছোট হয়। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

বুধবার বিকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেন।

এইচ টি ইমাম বলেন, আমরা সবসময় নির্বাচন কমিশনের উপর সম্পূর্ণ আস্থা রাখি। আমাদের নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে নির্বাচন করছে। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে আমরা আর কী কী করতে পারি ইসিকে বলেছি। ইসি সরকারের আচরণে সন্তুষ্ট।