• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এলডিপির কর্নেল (অব.) অলির উপর হামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জুলাই ২০১৮, ১৫:৫০

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম হামলার শিকার হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার চান্দিনা কলেজ রোডে গাড়িতে হামলা করে গ্লাস ভেঙে দিয়েছে দুষ্কৃতকারীরা। তিনি চান্দিনায় ড. রেদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের ২ নম্বর ক্যাম্পাস উদ্বোধন করতে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।

আরটিভি অনলাইনকে এমনটাই অভিযোগ জানিয়েছেন এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ।

--------------------------------------------------------
আরও পড়ুন : লর্ড কার্লাইলকে কেন বাংলাদেশের ভিসা দেয়া হলো না: মঈন খান
--------------------------------------------------------

তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতারা হঠাৎই হামলা চালায় আমাদের উপর। তারা গাড়ি ভাংচুর করে। তবে অলি আহমদ অক্ষত রয়েছেন। ২০ থেকে ২৫ জনের একটি দল 'জয় বাংলা' স্লোগান দিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। তারা হঠাৎ করে অলি আহমদের গাড়িতে হামলা চালায়।

অলি আহমদ বলেন, পুলিশের সামনেই হামলার ঘটনা ঘটেছে। আমি একজন মুক্তিযোদ্ধা। আমার গাড়িতে আক্রমণ হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের ক্ষমতায়। এখন দেখি, তিনি কী ভূমিকা রাখেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরটিভি অনলাইনকে জানান, হামলার খবর পেয়েছি। তবে কারা হামলা চালিয়েছে তা নিয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা, ২ লাখ টাকা ছিনতাই
সংসদ সদস্যের গাড়িতে হামলা, যুবক আটক
কেন ইরানের ইস্পাহানকেই টার্গেট করল ইসরায়েল 
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
X
Fresh