• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুর সি‌টিতে ভোটার‌দের সঙ্গে প্রতারণা ক‌রে‌ছেন ইসি: রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জুন ২০১৮, ১৭:৩২

নির্বাচন কমিশন (ইসি) গাজীপুর সি‌টি কর‌পো‌রেশন নির্বাচ‌নে ‌ভোটার‌দের সা‌থে প্রতারণা ক‌রে‌ছেন। বললেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দফায় সংবাদ সম্মেলনে এসে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, তারা অবৈধ সরকা‌রের নীল নকশা বাস্তবায়নে মূল কাণ্ডারি হ‌য়ে‌ জনগ‌ণের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। যার ফলশ্রুতিতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোট কেন্দ্র দখল ক‌রে নৌকা প্রতী‌কে ভোট মে‌রে‌ছে। আর ধা‌নের শী‌ষের প‌ক্ষে ম‌নোনীতে এজেন্টের বের ক‌রে দেয়া হ‌য়ে‌ছে।

রিজভী বলেন, প্রায় দুই শতাধিকের বেশি ভোটকেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারি দলের প্রার্থীর পক্ষে জাল ভোট, কেন্দ্র দখল করে সিল মারা হচ্ছে। এসব কাজে পুলিশ আওয়ামী লীগের ক্যাডারদের সহযোগিতা করছে।

তি‌নি আরও ব‌লেন, ৪২ নং ওয়ার্ডে কেন্দ্র দখল করতে গেলে ধানের শীষের পক্ষে ভোটারদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ লাঠিচার্জ এবং গুলি বর্ষণ করে। এতে ১৮/২০ জন গুরুতর আহত হন এবং জাকির হোসেন সরকার গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য এক জায়গায় কাউন্সিলর প্রার্থী হান্নান মিয়া হান্নুকে পু‌লি‌শের উপস্থিতিতে আওয়ামী সন্ত্রাসীরা গুলি ক‌রে গুরুতর আহত করেছেন। পাশাপাশি চলছে বিএন‌পির নেতাকর্মী‌দের গ্রেপ্তার।

রিজভী জানান, গণতন্ত্রে স্পেস যতটুকু সম্ভব রক্ষা করার তা‌গি‌দে আমরা সি‌টি নির্বাচনে অংশ নি‌চ্ছি।

বিএনপির নেতা বলেন, আমরা প্রতিটি নির্বাচনে স্বচ্ছ ভোট জালিয়াতি, ভোট ডাকাতি দেখছি। একের পর এক নতুন পন্থা আবিষ্কার করে নতুন কায়দায় বাকশাল কায়েম করছে। যেখানে সংবাদপত্র, ভোট, কথা বলার সুযোগ সব থাকছে। তবে সব বলতে হবে আওয়ামী লীগের পক্ষে।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা মার্কা নির্বাচনের নমুনা হলো বিরোধী দলের প্রার্থীর এজেন্টদের পুলিশ গিয়ে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করবে। তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেবে। ভোটকেন্দ্রে গেলে এজেন্টদের গ্রেপ্তার করা হবে। এ হলো হাসিনা মার্কা নির্বাচনের নমুনা।

আর ও পড়ুন:

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদ ঘিরে সক্রিয় অপরাধী চক্র, আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি
মেডিকেল ভর্তি পরীক্ষায় জালিয়াতিরোধে সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী
আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বাণিজ্যের অভিযোগ রিজভীর
নির্বাচনে মাঠে থাকবেন ৫ লাখ আনসার সদস্য
X
Fresh