• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এসপি হারুনের প্রত্যাহার চায় বিএনপি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুন ২০১৮, ২০:২৮

সিটি করপোরেশন নির্বাচনের আগেই গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদের প্রত্যাহার দাবি করেছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে ড. মঈন খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করেন।

রোববার (২৪ জুন) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরকারের প্রশাসন গাজীপুর সিটি নির্বাচনে ইন্টারফেয়ার করছে। প্রশাসনের যে দায়িত্ব তারা সেটা পালন করছে না। একজন ব্যক্তির জন্য নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক সেটা হতে পারে না।

তিনি বলেন, আমরা গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদের প্রত্যাহার চেয়েছি। এই বিষয়টি নিয়ে আধাঘণ্টার বেশি কথা বলেছি।

ড. মঈন খান বলেন, ‘গাজীপুর সিটি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সেখানকার ভোটার সংখ্যা ১১ লাখ। নির্বাচন সুষ্ঠু না হলে এর প্রভাব সারাদেশে পড়বে এবং জাতীয় নির্বাচনও বাধাগ্রস্ত হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে আমরা সে বিষয়টি নিশ্চিতের দাবি জানিয়েছি। এছাড়া দলীয় কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধেরও দাবি জানিয়েছি।’

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
যে কারণে ৬৪ নেতাকে বিএনপির শোকজ
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
বহিষ্কার করেও ভোটমুখী নেতাদের বাগে আনতে পারছে না বিএনপি
X
Fresh