• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মানহানির মামলা: জামিন নিয়ে আদেশ ৫ জুলাই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জুন ২০১৮, ১৩:৫৩

মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা তুলে দিয়ে জাতির মানহানির অভিযোগের দুই মামলায় খালেদা জিয়ার পক্ষে জামিন শুনানি শেষ হয়েছে। তবে পৃথক দুই আদালতের বিচারক আজ জামিন-সংক্রান্ত আদেশ না দিয়ে আগামী ৫ জুলাই দিন নির্ধারণ করেছেন।

আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারের অস্থায়ী আদালতে পৃথক দুই মহানগর হাকিমের আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

-----------------------------------------------------------
আরও পড়ুন : খালেদার সঙ্গে দেখা করলেন তার স্বজনরা
-----------------------------------------------------------

এর আগে গত ১৪ জুন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জামিনের আবেদন করেন।

পরে বিচারক আজ জামিন শুনানির জন্য দিন নির্ধারণ করেন।

খালেদা জিয়ার জামিন শুনানির সময় এ জে মোহাম্মদ আলী, সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদিন, মাসুদ আহমেদ তালুকদার, হান্নান ভূইয়াসহ একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

হান্নান ভূইয়া জানান, আজ জামিন শুনানি শেষে দুই বিচারক আগামী ৫ জুলাই জামিন হবে কি না, সে বিষয়ে আদেশ দেবেন বলে তারিখ নির্ধারণ করেছেন।

গেলো ৮ ফেব্রুয়ারি দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। পরে খালেদা জিয়া উচ্চ আদালতে জামিন পেলেও আরো মামলায় গ্রেপ্তার থাকায় কারাবন্দি রয়েছেন।

আরও পড়ুন :

ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে অনড় খালেদা জিয়া

বিএনপি নেতা আসলাম চৌধুরীর ১৫০ কোটি টাকা আত্মসাৎ!

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাহির ছেলের জন্মদিনে যে বার্তা দিলেন পরীমণি
বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া 
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে হাসপাতালে
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ল
X
Fresh