• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন

ভোটারদের মন জয় করতে বৃষ্টিতেও প্রচারণা

গাজীপুর প্রতিনিধি

  ১৯ জুন ২০১৮, ১৯:৩৮

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বড় দু’দলের প্রার্থীরা ভোটারদের মন জয় করতে বৃষ্টি উপেক্ষা করে মহানগরের বিভিন্ন ওয়ার্ডে প্রচার চালাচ্ছেন। এসব প্রচারণায় এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

মঙ্গলবার সকালে মহানগরের ৬ নম্বর ওয়ার্ডের কাশিমপুর বাজার এলাকায় সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয় থেকে পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। এসময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা প্রচারণায় অংশ নেন।

জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, বিএনপি প্রার্থী সরকার ও আওয়ামী লীগকে বেকায়দায় ফেলার জন্য নানা অপপ্রচার চালান এবং মামলা হামলার অভিযোগ করেন।

অপরদিকে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার ঝাজর এলাকা থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। এসময় তার সঙ্গে কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। প্রচারণাকালে তিনি মহানগরের সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে এবং মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্যে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। ধানের শীষের পক্ষে ভোটারদের সমর্থন প্রত্যাশা করেন।