logo
  • ঢাকা সোমবার, ২৬ আগস্ট ২০১৯, ১১ ভাদ্র ১৪২৬

ঈদের দিন খালেদা কারাগারে, এটা অস্বস্তির: নাসিম

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৮ জুন ২০১৮, ১৭:১৫ | আপডেট : ১৮ জুন ২০১৮, ১৭:৪২
খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী। ঈদের দিন তিনি কারাগারে রয়েছেন, এটা আমাদের জন্য অস্বস্তির। আমরা চাই তিনি কারাগার থেকে বের হন। তাকে তো আমরা কারাগারে পাঠাইনি। পাঠিয়েছেন আদালত। 

bestelectronics
বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

সোমবার (১৮ জুন)  মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা সতর্ক ও সজাগ আছি। এজন্য সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। তার চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা যা বলছেন, তা সঠিক না।

মন্ত্রী বলেন, তিনি এখন মোটামুটি সুস্থ আছেন। কারাগারের ডাক্তাররা তাকে দেখছেন। তার চিকিৎসার জন্য আমরা সব সময় সতর্ক আছি।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা সেবায় কোনও ধরনের অবহেলা হোক, আমরা তা চাই না। কিন্তু বিএনপি নেতারা চিকিৎসা সেবা নিয়ে ধূম্রজাল সৃষ্টি করছেন। এটা ঠিক না। একটা মানুষের চিকিৎসা সেবার জন্য যা প্রয়োজন সব করা হচ্ছে ও হবে।

এসজে/পি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়