• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মুক্তির আবেদন করেছেন মাওলানা সাঈদী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জুন ২০১৮, ১৫:৫০

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামির নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে।

সোমবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদনটি করা হয়েছে।

সাঈদীর ছেলে জিয়ারনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমার ছোট চাচা আলহাজ হুমায়ুন কবীর সাঈদী সোমবার (১৮ জুন) ফজরের আজানের কিছুক্ষণ আগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরহুমের শেষ অসিয়ত অনুযায়ী তার জানাজা বাবার পড়ানোর কথা। এ জন্য প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুন) দুপুর দেড়টার সময় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে ২০১১ সালের ২৮ অক্টোবর সাঈদীর মা গুলনাহার ইউসুফ সাঈদী এবং ২০১২ সালের ১৩ জুন তার জৈষ্ঠ্য সন্তান রাফীক বিন সাঈদীর জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে দেলোয়ার হোসাইন সাঈদীকে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দেয় আদালত। পরে আপিল করে দায়ের করলে সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় আপিল বিভাগ।

এসজে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় মানবতাবিরোধী অপরাধ বন্ধের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
যুদ্ধাপরাধের মামলায় শেরপুরের তিনজনের বিরুদ্ধে রায় আজ
X
Fresh