• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঈদে বাড়ি যাওয়ার চেয়ে ফেরা বেশি স্বস্তিদায়ক হবে: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জুন ২০১৮, ২৩:৫০

ঈদে বাড়ি যাওয়া যতটা স্বস্তিদায়ক হয়েছে, কর্মস্থলে ফেরা তার চেয়ে বেশি স্বস্তিদায়ক হবে বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশির হাট বাজারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, এবার বন্যা, ঝড় ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ঘরমুখো মানুষকে উল্লেখযোগ্য কোনও দুর্ভোগ পোহাতে হয়নি। এমনকি কোথাও কোথাও নির্দিষ্ট সময়ের আগেও গন্তব্যে পৌঁছেছে।

এসময় তিনি যানজট নিরসনে যাদের সহযোগিতা ও সহমর্মিতা ছিল তাদের সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এছাড়া ঈদের দিনে পানিবন্দি ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

চাপরাশির হাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি প্রমুখ।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
X
Fresh