• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সেনা মোতায়েন নিয়ে কাদেরের বক্তব্য দুরভিসন্ধিমূলক: রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জুন ২০১৮, ১৫:৪২

নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে বক্তব্য রেখেছেন, তা দুরভিসন্ধিমূলক।

বললেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন চাইলে নির্বাহী বিভাগ বাধ্য থাকবে দিতে। এখন ওবায়দুল কাদের সাহেবরা দীর্ঘদিন ধরে বলে আসছেন দেওয়া যাবে না। এখন তাঁদের এই বক্তব্য নিঃসন্দেহে মানুষ স্বাভাবিকভাবে নেয় না।

তিনি বলেন, তারা আজকে যেটা বলবে আগামীকাল সেটা উল্টে দেবে। অথবা তারা যেটা বলবে সেখানে দুরভিসন্ধি থাকে। তাঁর এ বক্তব্য দুরভিসন্ধিমূলক কি না এটা দেখার বিষয় আছে।

রুহুল কবির রিজভী বলেন, কারাবন্দি বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও সরকার জল ঘোলা করছে। অনতিবিলম্বে বিএনপির চেয়ারপারসনকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দিতে হবে। ঈদের আগেই জনগণ বেগম জিয়ার মুক্তি প্রত্যাশা করলেও সরকার অন্যায়ভাবে কারাবন্দি করে রেখেছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
যে কারণে ৬৪ নেতাকে বিএনপির শোকজ
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
বহিষ্কার করেও ভোটমুখী নেতাদের বাগে আনতে পারছে না বিএনপি
X
Fresh