• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দেশের মানুষ শান্তিতে নাই, এখন পরিবর্তন চায় : এরশাদ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

  ১০ জুন ২০১৮, ২১:২৩

দেশের মানুষ শান্তিতে নাই। যুব সমাজ শান্তিতে নাই। মাদকে সব আচ্ছন্ন করে ফেলেছে। মানুষ এখন পরিবর্তন চায়, সুশাসন দেখতে চায়। একমাত্র জাতীয় পার্টিই সে সুশাসন দিতে পারে। বললেন সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার স্টেডিয়াম মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, আমাদের সময় সুশাসন ছিল, এসব ছিল না, মাদক ছিল না, মানুষ খুন হয় নাই। আমরা মানুষকে সুখ দিয়েছি, শান্তি দিয়েছি।

তিনি আরও বলেন, আমার জন্ম কুড়িগ্রামে। আমি চিলমারী, উলিপুর উপজেলা করেছি। আমার মতো উন্নয়ন আর কেউ করে নাই। গ্রামে-গঞ্জে সরকার পৌঁছে দিয়েছি। এজন্য এতো উন্নয়ন হয়েছে। দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।