• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অভিযান চালাতে গিয়ে দুই একজন মরতেই পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জুন ২০১৮, ১৭:৩৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, অস্ত্র-মাদক ও অবৈধ টাকা যেখানে রয়েছে সেখানে অভিযান চালাতে গিয়ে দুই একজন মরতেই পারে্। তবে আমরা কাউকে হত্যা করছি না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। যদি কাউকে হত্যা করা হয় তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শনিবার ইস্কাটন গার্ডেনের বিআইআইএসএস মিলনায়তনে মাদকবিরোধী গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমাদের দেশের তরুণ ও যুব সমাজকে বাঁচাতে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। যে কোনো মূল্যে এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবো। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। কারণ বাংলাদেশের মানুষ এই অভিযানকে স্বাগত জানিয়েছে। তারা অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করছেন।

তিনি আরও বলেন, ‘টেকনাফের কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনায় তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন অনুসারে ব্যবস্থা নেয়া হবে। সারাদেশের কারাগারগুলোতে ৮৬ হাজার মাদক ব্যবসায়ী, বিক্রেতা, মাদক মামলার আসামি রয়েছেন। যা ধারণ ক্ষমতার অনেক বেশি। দেশে অবৈধ মাদক ব্যবসা চলতে দেয়া হবে না। আমরা বর্ডার সিলগালা করে দিয়েছি। সকল বাহিনীকে সতর্ক করা হয়েছে।’

ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্যের সুত্র ধরে মন্ত্রী বলেন, ‘একাত্তরে যখন যুদ্ধ করেছেন তখন কে ভালো পাকিস্তানি আর কে খারাপ সেটি দেখে কি গুলি না করে ছেড়ে দিয়েছেন। ভালো-খারাপ না ভেবেই তো গুলি করে মেরেছেন। আর এখন বলছেন মানুষ মারা যাবে না। আমরা তো কাউকে মারছি না। যেখানে আক্রান্ত হচ্ছি শুধুমাত্র সেখানে আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছুঁড়ছে।’

বিএনপির সাবেক সংসদ সদস্য শাখাওয়াত হোসেন বকুলের বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চলমান অভিযানে বিরোধীদলের কাউকে নাকানি চুবানি দেয়ার জন্য কাউকে ধরছি না। কাউকে দমানোর জন্য, প্রতিরোধ করার জন্য এ যুদ্ধ নয়। যুব সমাজ ও দেশকে রক্ষার জন্যই এ যুদ্ধ।’

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুগদা সড়কে উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি-চিনের সদস্য নিহত
নওগাঁয় ৩ ক্লিনিকে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
রাবিতে দুদকের অভিযান
X
Fresh