• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিকেলে খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন তার চিকিৎসকরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জুন ২০১৮, ১৩:০৫

বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আজ বেলা ৩টায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে যাবেন তার বিশেষজ্ঞ চিকিৎসক দল।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

চার সদস্যের চিকিৎসক দলে রয়েছেন, ডা. এস এম সিদ্দিকী, ডা. ওয়াহিদুর রহমান, ডা. আব্দুল কুদ্দুস ও ডা. মামুন আহমেদ।

এর আগে গতকাল শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া কারাগারে তিনদিন আগে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন।এছাড়া তিনি গত বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : কারাগারে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন খালেদা জিয়া: রিজভী
--------------------------------------------------------

রিজভী আরও বলেন, খালেদা জিয়ার নিকটাত্মীয়রা কারাগারে তাকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে আসার পর খালেদা জিয়ার স্বজনেরা আমাদের যা জানিয়েছেন তা হৃদয় বিদারক। তিনদিন আগে কারাগারে দাঁড়িয়ে ছিলেন খালেদা জিয়া। এ সময় তিনি মাথা ঘুরে পড়ে যান এবং অজ্ঞান হয়ে পড়েন। এছাড়া তিন সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছেন।

তিনি আরও বলেন, এখনও তিনি জ্বরে ভুগছেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে খালেদা জিয়া সুস্থ আছেন। কিন্তু আমি রিজভী চ্যালেঞ্জ দিয়ে বলছি, কারাগারে খালেদা জিয়া সুস্থ নেই।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা মাথায় নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে ১০ জুন রোববার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি দিয়েছে বিএনপি।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh