• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইমরানকে উঠাতে গিয়ে ছাত্র ইউনিয়ন কর্মীদের পেটালো র‌্যাব

ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

  ০৬ জুন ২০১৮, ১৭:৩৩

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা: ইমরান এইচ সরকারকে তুলে নিতে গিয়ে ছাত্র ইউনিয়ন কর্মীদের বেধড়ক পিটিয়েছে র‌্যাব সদস‌্যরা।

এ সময় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ অন্তত ৮ জন নেতাকর্মীকে আহত হয়েছেন।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

বুধবার বিকেল সাড়ে চারটার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী আরটিভি অনলাইনকে জানান, বিকেলে জাদুঘরের সামনে ক্রসফায়ার ও মাদকবিরোধী কর্মসূচি পালন করছিল ছাত্র ইউনিয়ন। এরপরেই গণজাগরণ মঞ্চের কর্মসূচি ছিল।
--------------------------------------------------------
আরও পড়ুন : শাহবাগ থেকে ইমরানকে তুলে নিল র‌্যাব
--------------------------------------------------------

এ সময় হঠাৎ সাদা মাইক্রোবাসে করে কয়েকজন ইমরান ভাইকে তুলে নিয়ে যাচ্ছিল। ছাত্র ইউনিয়ন কর্মীরা বাধা দিলে পাশেই থাকা র‌্যাব সদস্যরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান আরটিভি অনলাইনকে বলেন, সেখানে ছাত্র ইউনিয়নের কর্মসূচি ছিল। আমরা তাদের নিরাপত্তা দিচ্ছিলাম। ইমরান এইচ সরকারকে র‌্যাব-১০ এর সদস্যরা তাকে নিয়ে গেছে। ছাত্র ইউনিয়ন কর্মীরা বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবি ছাত্র ইউনিয়ন সংসদের ৩২তম সম্মেলন ২৭-২৮ ফেব্রুয়ারি
X
Fresh