• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শনিবার টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  ০১ জুন ২০১৮, ১৬:১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার (২ জুন) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন।

বৃহস্পতিবার গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের কাছে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস এম খুরশিদ উল আলমের পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে।

ফ্যাক্স বার্তায় খুরশিদ উল আলম জানিয়েছেন, শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে গনভবন থেকে প্রধানমন্ত্রী তেজগাঁও বিমান বন্দরের উদ্দেশে যাত্রা করবেন। এরপর সকাল ১০টায় হেলিকপ্টারে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। বেলা পৌনে ১১টায় তিনি টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করবেন। বেলা ১১টায় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। বেলা ১২টা পর্যন্ত টুঙ্গিপাড়ায় অবস্থান শেষে প্রধানমন্ত্রী দুপুর ১২টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
X
Fresh