• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খালেকের স্ত্রীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বাগেরহাট প্রতিনিধি

  ২৭ মে ২০১৮, ১৪:২৮

খুলনার নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের ছেড়ে দেয়া বাগেরহাট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়রের স্ত্রী হাবিবুন নাহারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার বেলা ১২টার দিকে রিটার্নিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদার যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। ফলে হাবিবুন নাহারের বিনা প্রতিদ্বন্দ্বীতায় বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হতে আর কোনো বাঁধা থাকল না।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার সময় প্রার্থী হাবিবুন নাহার ছাড়াও জেলা নির্বাচন অফিসে আরও উপস্থিত ছিলেন, খুলনা সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য তালুকদার আব্দুল বাকীসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

--------------------------------------------------------
আরও পড়ুন : ক্ষমতায় টিকে থাকতে ভারতে গেছেন প্রধানমন্ত্রী: রিজভী
--------------------------------------------------------