• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শেখ হাসিনা ভারতকে দিয়েই যাচ্ছেন কিন্তু কিছুই পাননি: রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মে ২০১৮, ১৪:২৪

শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে ভারতকে সবকিছু উজাড় করে দিয়ে যাচ্ছেন। তার বিনিময়ে কিছুই পাননি তিনি। বন্ধুত্বের এত দহরম-মহরম অথচ শেখ হাসিনা আট বছরে ভারত থেকে এক বালতি পানিও আনতে পারেননি। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিন এসব কথা বলেন।

রিজভী বলেন, বছর যায় বছর আসে আর অবৈধ সরকার শুধু একতরফাভাবে ভারতকে সবকিছু দিয়েই যাচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষ ন্যায্য পানির হিস্যা আজও বুঝে পায়নি।
--------------------------------------------------------
আরও পড়ুন : মাদকের যারা সম্রাট তারা সংসদেই আছে: এরশাদ
--------------------------------------------------------

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ভারত সফরে যাবেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সেখানে তিনি একটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন ও একটি ডি-লিট ডিগ্রি গ্রহণ করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়েও আলোচনা হতে পারে বলেও গণমাধ্যমে খবর এসেছে। কিন্তু শেখ হাসিনার এবারের সফরেও বাংলাদেশের মানুষের বহু প্রতীক্ষিত তিস্তা চুক্তির বিষয়ে কোনো এজেন্ডা নেই।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রিজভী বলেন, পরদেশের কাছে সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে পারিশ্রমিক হিসেবে পেয়েছেন শুধু ক্ষমতায় টিকে থাকা। জনগণকে ধোঁকা দেয়ার বিদ্যাটাই ভালো করে রপ্ত করেছেন।

আরও পড়ুন :

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের সার্বভৌমত্বের বড় শত্রু বিএনপি-জামায়াত : শেখ পরশ
সীমান্তে হতাহতের ঘটনা প্রমাণ করে সার্বভৌমত্ব চরম সংকটে : ফখরুল
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেয়নি পুলিশ : ডিএমপি
X
Fresh