• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রমজানে পণ্যের মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ মুক্তিযুদ্ধমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

  ১৯ মে ২০১৮, ১৭:৪৭

রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেছেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের ধর্মীয় উৎসবগুলোতে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিশেষ ছাড় দিয়ে কমিয়ে দেয়া হয়, আর মুসলিম ধর্মীয় উৎসবগুলোতে যেন সিন্ডিকেট করে প্রয়োজনীয় সামগ্রীর অতিরিক্ত দাম বাড়িয়ে দেয়া হয়। এটা মোটেও কাম্য নয়।

তিনি গাজীপুরের বোর্ড বাজার এলাকায় রাঁধুনি রেস্তোরাঁয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাহারি রকমের ইফতারি সামগ্রীর শতাধিক স্টল ঘুরে খাবারের গুণগতমান দেখেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : সাংবাদিক নির্যাতনের ঘটনায় তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
--------------------------------------------------------

এসময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই'র পরিচালক হেলেনা জাহাঙ্গীর, রোটারিয়ান মো. রুবাইয়াত হোসেন, রাঁধুনী রেস্তোরার মালিক হাবিবুর রহমান, কাউন্সিলর মামুন মন্ডলসহ আরও অনেকে।

প্রতিবছর রমজান মাসের শুরু থেকেই এখানে ইফতারের বিশাল আয়োজন করা হয়।

একইসঙ্গে কয়েক হাজার মানুষের ইফতারের ব্যবস্থা থাকে। এরপর মোনাজাতের মাধ্যমে দেশের সর্বস্থরের মানুষের জন্য দোয়া করে শেষ হয়।

আরও পড়ুন :

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেদিন হতে পারে ঈদ
লাইলাতুল কদর অনুসন্ধানের শেষ দশক শুরু
রোজায় সহবাসে মানতে হবে যেসব বিধান
নতুন সূচিতে চলছে অফিস-আদালত ও ব্যাংক
X
Fresh