• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনের মাঠে ফাউল করলে জনগণ লালকার্ড দেখাবে: স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মে ২০১৮, ১৯:২৪

নির্বাচনের মাঠে হবে ফাইনাল খেলা। ফাউল করলে জনগণ লালকার্ড দেখাবে। বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোববার দুপুরে ফেনী সার্কিট হাউসে কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান অনুযায়ী বিজয়ের মাস ডিসেম্বরে নির্বাচন হবে। জামায়াত ছাড়া নির্বাচনে আসেন, মাঠে খেলা হবে। মাঠ ছেড়ে পালাবেন না। কাউকে ছাড় দেয়া হবে না। কারও সঙ্গে আপস নয়।

তিনি বলেন, সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত নির্বাচন সরকারের অধীনেই হয়েছে। ভারত ও আমেরিকাতেও ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়। বাংলাদেশেও শেখ হাসিনার নেতৃত্বে সরকারের অধীনেই নির্বাচন হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : স্যাটেলাইটে কত অর্থের দুর্নীতি হয়েছে: মওদুদ
--------------------------------------------------------

গত শুক্রবার দিনগত রাতে উৎক্ষেপিত বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মহাকালের স্বপ্ন দেখেছেন, তার কন্যা সেটা বাস্তবায়িত করছেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে ঘুরতে দেখে বিএনপির মাথা ঘুরছে।

তিনি আরও বলেন, দেশে জঙ্গি দমন হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে এবং কৃষক ধানের ন্যায্য দাম পাচ্ছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, ফেনীর সংরক্ষিত নারী সাংসদ জাহান আরা বেগম, ফেনী-১ আসনের সাংসদ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সাধারণ সম্পাদক শিরিন আখতার, সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ওয়ার্কার্স পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিছুর রহমান মল্লিকসহ অনেকে।

উল্লেখ্য, এদিন বিকেলে জেলার মুন্সির হাটে অবস্থিত ৩১ শয্যাবিশিষ্ট ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যার রূপান্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আরও পড়ুন :

কে/

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা পরিষদেও হচ্ছে ডামি নির্বাচন : রিজভী
উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি
প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় প্রার্থীরা
‘সংসদ সদস্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’
X
Fresh