• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যেভাবেই হোক আওয়ামী লীগ জিততে চায়: এরশাদ

রংপুর প্রতিনিধি

  ১৩ মে ২০১৮, ১৭:৩৮

আওয়ামী লীগ হারতে চায় না। যেভাবেই হোক নির্বাচনে জিততে চায়। আওয়ামী লীগ পরাজিত হলে কী হবে তা আমি বলতে চাই না। তবে আমাকে সঙ্গে নিয়েই হোক আর যেভাবেই হোক আওয়ামী লীগ জিততে চায়। বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

৩ দিনের সফরে রোববার রংপুরে আসেন এরশাদ। পরে দুপুরে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এরশাদ আরও বলেন, খুলনায় সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। আওয়ামী লীগ কোনো নির্বাচনে পরাজিত হতে চায় না। এই অবস্থায় নিরপেক্ষ নির্বাচন দেয়া অত্যন্ত কঠিন। ওই সিটি নির্বাচন নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে আশা করি নির্বাচন যেন সুষ্ঠু হয়।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত আরও বলেন, জাতীয় পার্টিকে নিচিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু তা পারেনি। মানুষের ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি টিকে আছে।

এসময় এরশাদের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব) খালেদ আখতার, মহানগর জাপার সেক্রেটারি এসএম ইয়াসীর, ডা. আক্কাস আলী সরকার ও হাজী আব্দুর রাজ্জাক প্রমুখ।

এর আগে এইচএম এরশাদ রংপুরে পৌঁছলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি, জানালেন রওশন
এরশাদের ৯৫তম জন্মদিন আজ
১০ টাকা লিটার দুধ বিক্রি করে ভোক্তা অধিকারের সম্মাননা পেলেন এরশাদ
৪৮ ঘণ্টা না যেতেই রওশনের পার্টি থেকে পদত্যাগ করলেন সেন্টু
X
Fresh