• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

খুলনায় গণগ্রেপ্তারের অভিযোগ সত্য নয়: সিইসি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ মে ২০১৮, ১৭:২৩

খুলনা সিটি করপোরেশন নির্বাচন ঘিরে বিএনপি গণগ্রেপ্তারের যে অভিযোগ করেছে তা সঠিক নয়।

এ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ রয়েছে বলেও জানান তিনি।

রোববার দুপুরে খুলনা সার্কিট হাউজে বিভাগীয় সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, পুলিশ অতি উৎসাহী হয়ে কোনো কাজ করবে না। তবে সন্ত্রাসী কর্মকাণ্ডে যাদের নামে মামলা রয়েছে, সে বিষয়ে পুলিশ তাদের স্বাভাবিক কাজ করবে।

পরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন কেএম নুরুল হুদা।

এদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, হাইকোর্ট গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন। এটা আমরা গণমাধ্যমে প্রচারিত খবরের মাধ্যমে জানতে পেরেছি। তবে কী কারণে নির্বাচন স্থগিত করা হলো, সেটা আমরা জানি না।

স্থানীয় সরকার বিভাগের ভুল নাকি কমিশনের- তা এখনও জানা যায়নি। তবে আদালতের নির্দেশনার প্রতি সম্মান রেখে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের সব কার্যক্রম বন্ধ রাখতে সেখানকার রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে রোববার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে লাইভের জেরে চাকরি গেল এসপির
ঘের থেকে স্যাটেলাইট ট্যাগ লাগানো কুমির উদ্ধার
রূপসায় কার্গো জাহাজ ডুবি, নিখোঁজ ১ জনের মরদেহ উদ্ধার
খুলনায় বজ্রপাতে গাভীসহ যুবকের মৃত্যু
X
Fresh