• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন: ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ মে ২০১৮, ১৩:০৪

যদি বিএনপি নির্বাচন করে তবে আওয়ামী লীগের ভরাডুবি হবে। কারণ আওয়ামী লীগ পুরোপুরি গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই তারা গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য একতরফা একটা কমিশন গঠন করেছে। সেই নির্বাচন কমিশনকে দিয়ে তারা নির্বাচন করতে চায়।

বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার শ্রমিক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনকালীন সরকার পদ্ধতির সমস্যা সমাধানের আগে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেশবাসী ও রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য হবে না

--------------------------------------------------------
আরও পড়ুন : বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
--------------------------------------------------------
বিএনপি মহাসচিব বলেন, সরকারের লক্ষ্যই হচ্ছে একতরফাভাবে নির্বাচনে যাওয়া। বিএনপিকে নির্বাচন থেকে বাদ দেয়া। খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে যাওয়া। তারা মনে করছে পুরোপুরিভাবে নিষ্কণ্টক হয়ে যাবে।

এ সময় এই নির্বাচন কমিশনের অধীনে একতরফা তফসিল ঘোষণা কোনো দলই মেনে নেবে না বলে জানান ফখরুল।

এর আগে গত সোমবার এক সংবাদ সম্মেলনে ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে আগামী অক্টোবর মাসে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন :

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সরকারের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে’
সরকার দেশে নব্য বাকশাল কায়েম করেছে : মির্জা ফখরুল
অসুস্থ খন্দকার মোশাররফকে দেখতে গেলেন মির্জা ফখরুল
সরকার জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে : মির্জা ফখরুল
X
Fresh