• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সিটি নির্বাচনের আগে গাজীপুরের এসপির অপসারণ চায় বিএনপি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ২৯ এপ্রিল ২০১৮, ১৪:১৯

গাজীপুরের পুলিশ সুপারকে অপসারনসহ প্রশাসনের নিরপেক্ষ ভুমিকা পালন জরুরি।

বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড: খন্দকার মোশাররফ হোসেন।

গাজীপুরের টঙ্গী থানা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন আগামী নির্বাচনের জন্য সরকার এবং নির্বাচন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা।

এ পরীক্ষায় ফলাফলের উপর বোঝা যাবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা।

সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি নির্বাচনে বিএনপি ও ২০ দলীয় জোট মনোনীত মেয়ল প্রার্থী, জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, গাজীপুরের পুলিশ সুপারকে (এসপি) দ্রুত প্রত্যাহারের দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও।

আজ রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা শুরু থেকে গাজীপুরের এসপি হারুন অর রশিদের প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে নির্বিকার। আমি অবিলম্বে গাজীপুরের এসপি হারুনের প্রত্যাহার দাবি করছি।

রিজভী অভিযোগ করে বলেন, গাজীপুরের পুলিশ এখন ভয়ংকর আতঙ্কের নাম।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ
X
Fresh