• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাবি ছাত্রলীগের সম্মেলন রোববার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ এপ্রিল ২০১৮, ২৩:০৭

আগামীকাল রোববার বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের মাধ্যমেই নির্বাচন করা হবে বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রলীগের আগামী নেতৃত্ব।

দেশের রাজনৈতিক সঙ্কটকালে ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কেন্দ্রের পরেই ছাত্রলীগের এই ইউনিট আওয়ামী লীগের কাছে গুরুত্বপূর্ণ। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্বে কারা আসছেন, এ নিয়ে চলছে শেষ মুহূর্তের হিসাবনিকাশ।

জানা গেছে, একাধিক সংস্থার পক্ষ থেকে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে পাঠানো হয়েছে।

রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এই সম্মেলনের উদ্বোধন করবেন। এতে প্রধান থাকবেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

--------------------------------------------------------
আরও পড়ুন : রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে অস্ট্রেলিয়া
--------------------------------------------------------

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত দুই কমিটি বৃহত্তর ফরিদপুর ও বরিশাল অঞ্চল থেকে দেয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। অবশ্য এবার এই আঞ্চলিক বলয় থেকে বের হয়ে যোগ্যরাই মূল্যায়িত হবেন বলে আশা করছেন সম্ভাব্য পদপ্রত্যাশীরা।

পদপ্রত্যাশী একাধিক ছাত্রলীগ নেতা আরটিভি অনলাইনকে নাম প্রকাশ না করে বলেন- আমরা আশা করছি, যারা দলের প্রতি অনুগত, মেধাবী, পরিশ্রমী এবার তাদেরকে প্রাধান্য দেয়া হবে।

ইতোমধ্যে পদপ্রত্যাশী অনেকেই আওয়ামী লীগের হাইকমান্ডের সাথে যোগাযোগ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু অপহরণ করে বিক্রি করতো চক্রটি
ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হলেন যারা
ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম প্রিয়ন্তী মণ্ডল
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
X
Fresh