• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের উদ্বোধন সেপ্টেম্বরে: স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ এপ্রিল ২০১৮, ১৮:৫৭

নির্মাণাধীন শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী সেপ্টেম্বর মাসে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার চানখাঁরপুলে নবনির্মিত এই ইনস্টিটিউট পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, ২০১৫ সালের নভেম্বরে একনেকে পাস হয় শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রকল্প। ২০১৬ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বর্তমানে কাজ প্রায় শেষপর্যায়ে। যারা অগ্নিদগ্ধ হয় বা দুর্ঘটনার শিকার হয়, তাদের জন্যই নির্মাণ হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ৫০০ শয্যাবিশিষ্ট এই বার্ন ইনস্টিটিউট। আগামী সেপ্টেম্বরে যে কোনো দিন প্রধানমন্ত্রী এই ইনস্টিটিউট উদ্বোধন করবেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : ঢাবি উপাচার্যের প্রাণ বাঁচিয়েছে ছাত্রলীগ: সোহাগ
--------------------------------------------------------

মোহাম্মদ নাসিম আরও বলেন, এই বার্ন ইনস্টিটিউটেই চিকিৎসক ও নার্সদের এ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। ভবিষ্যতে এখান থেকেই আধুনিক চিকিৎসার মাধ্যমে বিকৃত চেহারা সুন্দর চেহারায় রূপান্তর করা হবে। প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক অধ্যাপক আবুল কালাম, বার্ন ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন প্রমুখ।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানুষের সেবা করাই হোক নতুন বছরের অঙ্গীকার : জয়
নতুন বছর অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
X
Fresh