• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফখরুলের মায়ের দাফন ঠাকুরগাঁওয়ে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ এপ্রিল ২০১৮, ১৪:৪৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিনের দাফন হবে ঠাকুরগাঁওয়ে। এর আগে রাজধানীর গুলশানে ও ঠাকুরগাঁওয়ে জানাজা অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দিদার জানান, আজ (বৃহস্পতিবার) বাদ মাগরিব গুলশান সেন্ট্রাল মসজিদ (আজাদ মসজিদ) প্রথম জানাজা হবে। পরে মরহুমার মরদেহ হাসপাতালের লাশ রাখার হিমঘরে রাখা হবে। আগামীকাল বাদ আসর ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : ফখরুলকে সমবেদনা জানালেন কাদের
--------------------------------------------------------

আগামীকাল (শুক্রবার) সকাল পৌনে ৯টায় ইউএস বাংলার একটি কার্গো বিমানযোগে মরহুমার মরদেহ সৈয়দপুর বিমানবন্দরে এবং পরে সড়ক পথে লাশবাহী গাড়িতে করে ঠাকুরগাঁও জেলা সদরের হাজী পাড়ায় তার নিজ বাসভবনে নেয়া হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন (৯২) বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষনিশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন :

এসজে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh