• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

উনার যা দরকার তার সবকিছু করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ এপ্রিল ২০১৮, ১৭:৫৫

জেলকোড অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উনার যখন যা যা দরকার তার সবকিছু করা হচ্ছে।

বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ‘বাংলাদেশ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল। এখানে সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। জেলখানার চিকিৎসকদের প্রেসক্রিপশনে গতকাল তাকে বঙ্গবন্ধু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সব বিশেষজ্ঞ চিকিৎসক এখানে রয়েছেন। তার চিকিৎসায় কোনো ঘাটতি হয়নি।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যখন যেটুকু প্রয়োজন জেলকোড অনুযায়ী সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। চিকিৎসার কোনো ঘাটতি হচ্ছে না।

দলিল লেখকদের বিভিন্ন দাবি-দাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আপনারা বিভিন্ন দাবির কথা বলছেন। এটা শেখ হাসিনার বাংলাদেশ, এখানে যৌক্তিক সব দাবি মেনে নেয়া হবে। শেখ হাসিনার বাংলাদেশে নো বলে কোনো শব্দ নেই।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‌‘মাদক বিস্তারে একটা আশঙ্কাজনক অবস্থায় আমরা চলে এসেছি’
দ্রুত শেষ হবে পিলখানা হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার : স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপি নেতাকর্মীদের মুক্তির সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
‘গত বছর এক লাখ ২০ হাজার মাদক কারবারিকে গ্রেপ্তার’
X
Fresh