• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

জেলকোড অনুযায়ী খালেদার চিকিৎসা: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ এপ্রিল ২০১৮, ১৬:০৬

চিকিৎসকদের পরামর্শে জেলকোড অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা হবে, এতে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।

বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়া আদালতের দণ্ডপ্রাপ্ত। তার মুক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবে, এতে সরকারের কিছুই করার নেই।

--------------------------------------------------------
আরও পড়ুন : গাজীপুর সিটি নির্বাচনে থাকছে বিজিবি
--------------------------------------------------------

নোয়াখালীতে মায়ের চেহলাম ও মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বেগম জিয়াকে দণ্ড দিয়েছেন আদালত, তিনি দণ্ডিত ব্যক্তি। এবং তার মুক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত নিবে, এতে সরকারের কিছুই করার নেই।

এদিন, ওবায়দুল কাদেরের মায়ের চেহলামে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, মোরশেদ আলম এমপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কুলখানিতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ওবায়দুল কাদেরের মা ফজিলাতুন্নেসা (৯২) ২৬ ফেব্রুয়ারি রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশবিরোধী অপশক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : কাদের
‘আ.লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ’
বিএনপি এখন পথহারা পথিক : ওবায়দুল কাদের
বিএনপিসহ সব অপশক্তিকে প্রতিহত করব : কাদের
X
Fresh