DMCA.com Protection Status
  • ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯, ১০ বৈশাখ ১৪২৬

আজ ২০ দলীয় জোটের বৈঠকে কী সিদ্ধান্ত হবে?

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৬ এপ্রিল ২০১৮, ২১:০৩ | আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ২১:১৮
শুক্রবার সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক শুরু হয়েছে। 

সমন্বয়কারী হিসেবে দায়িত্ব লাভের পর প্রথমবারের মতো বৈঠক করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জোট সমন্বয়কারী হিসেবে দায়িত্ব লাভের পর এই প্রথম তিনি বৈঠক করছেন।

বৈঠকে উপস্থিত আছেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ,  এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপের চেয়ারম্যান মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, জাগপার রেহেনা প্রধান, বিজেপির সাধারণ সম্পাদক আবদুল মতিন সৌদ, লেবার পার্টির (একাংশ) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, অপর অংশের এমদাদুল হক চৌধুরী, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মুনি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, জমিয়তে ওলামার মহিউদ্দিন ইকরাম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।

জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, খালেদা জিয়ার মুক্তি, আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জোটের প্রার্থীর বিষয়ে করণীয় নির্ধারণে বৈঠকে আলোচনা হবে।

এর আগে গেলো ২৪ মার্চ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। 

ওই বৈঠক ছিল জোট সমন্বয়কারী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সর্বশেষ বৈঠক। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহামুদ চৌধুরী এবং নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জোট নেতারা জানান, মির্জা ফখরুল ইসলামের ব্যস্ততাসহ সার্বিক পরিস্থিতিতে জোটের সমন্বয়কারী হিসেবে নজরুল ইসলাম খানকে দায়িত্ব দেয়া হয়েছে।

এসজে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়