• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

‘কোনো অভাব নেই’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ মার্চ ২০১৮, ১৮:৩২

সরকার সারাদেশে খাদ্য নিরাপত্তা দিয়েছে। এখন গ্রামেও কারও কোনো অভাব নেই।

বললেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি একথা জানান।

শিল্পমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার স্বাধীনতার স্বাদ মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছে। দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। এখন গ্রামেও কোনো অভাব নেই, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে।’

তিনি বলেন, ‘আজ শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে, স্বাস্থ্যসেবার জন্য আমরা আন্তর্জাতিক সাউথ সাউথ পুরস্কার পেয়েছি। দারিদ্র্য বিমোচনে ভারতসহ বিভিন্ন দেশ থেকে আমরা স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছি। এই অগ্রযাত্রা ও অর্জন সম্ভব হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে।’

আমু বলেন, ‘খালেদা জিয়া ১০ বছর ক্ষমতায় ছিলেন। তার আমলে দেশের কোনো অর্জন নেই। তারা ক্ষমতার অপব্যবহার করেছেন। আর শেখ হাসিনার সরকার একমাত্র দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা ক্ষমতায় থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশে উন্নীত হবে।’

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh