• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘জার্মানির উদ্দেশ্য কী?’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মার্চ ২০১৮, ১৬:৫৬

‘জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশের তালিকায় স্থান দিয়েছে। আর জার্মান গবেষণা প্রতিষ্ঠান আমাদের স্বৈরাচারী দেশের তালিকাভুক্ত করেছে। আমি তাদের উদ্দেশ্যে নিয়ে প্রশ্ন রাখতে চাই- কেন এটা করা হয়েছে? এই মানদণ্ডের উদ্দেশ্য কী? এই ইস্যুতে অনেকেই আবোল-তাবোল বকছেন।’

বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঢাকা মহানগরীর নতুন তিনটি রুটে বিআরটিসির নতুন বাস সার্ভিস উদ্বোধন করে তিনি একথা বলেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: আওয়ামী আইনজীবী পরিষদ থেকে তাপসের পদত্যাগ
--------------------------------------------------------

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ইতোমধ্যে সরকার এবং দলের অবস্থান স্পষ্ট করেছেন। আমি তার সঙ্গে সুর মিলিয়ে একই কথা বলব- আসলে এই মানদণ্ডের উদ্দেশ্য কী?’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘ বিএনপি ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে লজ্জা পায়। গত বছরের মতো এবারও দিবসটিতে তারা নিশ্চুপ। আমি বলব- যারা পাকিস্তানের দোসর, তারাই ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করে না।’

বিআরটিসির সেবা প্রসঙ্গে তিনি বলেন, ‘আরও ৩০০ বাস অক্টোবরের মধ্যে আনা হবে। এর মধ্যে ২০০টি দ্বিতল এবং ১০০টি একতলা বাস। এর বাইরে ৫০০টি ট্রাকও যোগ হবে রাষ্ট্রীয় পরিবহন সংস্থাটিতে। আর এসব গাড়ি আনা হচ্ছে ভারত থেকে।’

মন্ত্রী বলেন, ‘এসব গাড়ি আনা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, আমরা বৈঠকের পর বৈঠক করেছি। কোয়ালিটির বিষয়ে আমাদের কিছু কিছু কোয়ারি ছিল, তাতে ভারতও একমত হয়েছে। আর অচল অবস্থায় পড়ে থাকা বিআরটিসির ১২০টি গাড়িও মেরামত করে চালু করা হয়েছে।’

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
দেশবিরোধী অপশক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : কাদের
X
Fresh