• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘ওরা নীলনকশায় ব্যস্ত’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মার্চ ২০১৮, ১৩:২২

খালেদা জিয়াকে বন্দি রেখে আওয়ামী লীগ আবারও ভোটারবিহীন নির্বাচনের পরিকল্পনা করছে। এখন ওরা নীলনকশা প্রণয়নে ব্যস্ত রয়েছে। খালেদা জিয়াকে মুক্ত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব।

বললেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী।

রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা বাড়ানো জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) যে আবেদন করেছে তারও কঠোর সমালোচনা করেন রিজভী আহমেদ।

--------------------------------------------------------
আরও পড়ুন: ২০ দলীয় জোটের নতুন সমন্বয়ক নজরুল ইসলাম খান
--------------------------------------------------------

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছায় বেগম জিয়ার সাজা হচ্ছে। দুদক শেখ হাসিনার সুধাসদনের বর্ধিত অংশ। দুদক প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটাচ্ছে।

রিজভী আহমেদ বলেন, অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি না দিলে চলমান আন্দোলনের শ্রোত তীব্র বেগে ধাবিত হবে এবং স্বৈরাচারী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার স্বপ্নসাধ ধুলোয় লুটিয়ে যাবে।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মীর নাসির, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh