• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

২০ দলীয় জোটের নতুন সমন্বয়ক নজরুল ইসলাম খান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মার্চ ২০১৮, ২৩:৩৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবর্তে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে ২০ দলীয় জোটের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভা শেষে আরটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন লেবার পার্টির (একাংশ) চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

বৈঠকে ২০-দলীয় জোটের ঐক্য অটুট রাখা এবং শরিকদের সঙ্গে সমন্বয় করে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া জোটের ঐক্য অটুট রাখা এবং শরিক দলগুলোকে কর্মসূচিতে আরও সক্রিয় ভূমিকা পালন করার বিষয়ে আলোচনা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: স্বাধীনতা দিবসকে ঘিরে ফখরুলের মনে দুঃখ
--------------------------------------------------------

এসময় বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, খেলাফত মজলিসের আমির মো. ইসহাক, বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, লেবার পার্টির (একাংশ) চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শাহাদাত সেলিমসহ অন্যান্য শরিক দলের নেতারা। খালেদা জিয়া ছাড়া ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা দ্বিতীয় বারের মতো বৈঠক করলেন।

আরও পড়ুন:

কে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুকি-চিনের সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম গ্রেপ্তার
কুকি-চিনের প্রধান সমন্বয়ক গ্রেপ্তার
নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন সভাপতি কায়েস, সম্পাদক রিয়েল 
নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ইফতার 
X
Fresh