• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্বাধীনতা দিবসকে ঘিরে ফখরুলের মনে দুঃখ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মার্চ ২০১৮, ১৬:০৮

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার সকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে মির্জা ফখরুল এই কর্মসূচি ঘোষণা সময় বলেছেন, আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে, এবারই প্রথম সাভারে জাতীয় স্মৃতি সৌধে দলের চেয়ারপারসন গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া উপস্থিত থাকতে পারছেন না। সেই কারণে সিদ্ধান্ত হয়েছে যে, দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যগণসহ সিনিয়র নেতারা সমবেতভাবে সকাল ৯টায় জাতীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করবেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নই আসে না: কাদের
--------------------------------------------------------

স্মৃতিসৌধ থেকে ফিরে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেয়া হবে।

২৬ মার্চ ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা-উপজেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবে বিএনপি, বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

এছাড়া ২৭ মার্চ ঢাকায় স্বাধীনতা শোভাযাত্রা এবং ৩১ মার্চ রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হবে।

দিবসটি উপলক্ষে বিএনপি বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগিতা এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সব জেলা অফিসে আলোকসজ্জাও করবে।

এর আগে বিএনপির সহযোগী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে মনের কথা লিখলেও তুলে নিয়ে যায় : মির্জা ফখরুল
‘মানুষ যে আশা নিয়ে স্বাধীনতাযুদ্ধ করেছিল, তা আজও পূরণ হয়নি’
বেশি কথা বললে হাটে হাঁড়ি ভেঙে দেবো, বিএনপিকে কাদের
স্মার্টফোনের মাধ্যমে জনগণের ওপর নজরদারি করছে সরকার : ফখরুল
X
Fresh