logo
  • ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯, ৬ আশ্বিন ১৪২৬

আওয়ামী লীগের সম্মেলনে যাচ্ছে বিএনপি

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২১ অক্টোবর ২০১৬, ১৫:২৬ | আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ২৩:৩৬
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যাচ্ছে বিএনপি। জানালেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে প্রয়াত বিএনপি নেতা আসম হান্নান শাহ’র স্মরণসভায় এ কথা জানান তিনি।

আলাল বললেন, বিএনপি যে একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল তার প্রমাণ মিলবে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেয়ার মধ্য দিয়ে।

বিএনপির এ নেতা আরো বলেন, খুশি হয়েছি দাওয়াত পেয়ে, আমরা আনন্দিত। বিএনপির সম্মেলনে যদিও আওয়ামী লীগ আসেনি, সৌজন্যবোধ দেখিয়ে ফোনে দুঃখপ্রকাশও করেনি। কিন্তু বিএনপি সেরকম হীনমন্য নয়।

নিজেদের ২০তম জাতীয় সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বৃহস্পতিবার আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ।

ক্ষমতাসীনদের সম্মেলনে যোগ দেবার আমন্ত্রণ পাবার পর দলীয় ফোরাম এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের এ সম্মেলন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।

আসছে ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন হচ্ছে।এম/ এসজেড

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়