• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘স্বাধীনতা মানেনি যারা, উন্নয়নকে তারা মানবে কী করে’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ মার্চ ২০১৮, ১৭:২৪

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা এ দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারা এ দেশের উন্নয়নকেও মেনে নিতে পারবে না, এটাই স্বাভাবিক।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সারাদেশ যে আনন্দ উল্লাসে যোগ দিয়েছে, উন্নয়নশীল দেশে পরিণত হবার জন্য টার্গেট ছিল ২০২১ সাল। আমরা কয়েক বছর আগেই সে লক্ষ্যে পৌঁছে গেছি। এ ধরনের একটা অর্জনে বিএনপি নেতারা সরকারকে অভিনন্দন জানাতে যদি লজ্জা পান, তাহলে জাতিকে একটা অভিনন্দন জানাতে পারতেন। তা না করে তারা বিষোদগার করেছেন। সমালোচনা করে বিএনপি নেতারা বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: নির্বাচনের পর বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না: নাসিম
--------------------------------------------------------

হাছান মাহমুদ বলেন, বিএনপির চিন্তা হলো কীভাবে তারা নিজের উন্নয়ন করবে, নেতাদের উন্নয়ন করবে। কিন্তু আওয়ামী লীগের চিন্তা হলো দেশের মানুষকে নিয়ে। দেশের মানুষ কীভাবে ভালো থাকবে সেটা নিয়েই আওয়ামী লীগ কাজ করে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা দিবস জিমন্যাস্টিকস প্রতিযোগিতার শুভ উদ্বোধন
১৭ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
‘স্বাধীনতার চেতনা ধ্বংস করার জন্য বিএনপির জন্ম’
X
Fresh