• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মির্জা ফখরুলের সঙ্গে ২০ দলীয় জোটের বৈঠক শনিবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মার্চ ২০১৮, ১৪:৪৪

২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবে বিএনপি।

আগামী শনিবার সন্ধ্যা সাতটায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জোটের একাধিক শরিক দলের নেতৃত্ব এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন নিয়ে নতুন কৌশল ঠিক করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ‘এসব জনগণের সঙ্গে তামাশা’
--------------------------------------------------------

এর আগে শনিবার সকালে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে যৌথসভা ডেকেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওই দিন সকাল ১০টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা হবে।

বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম আরটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

যৌথসভায় দলের ৭৮ সাংগঠনিক জেলায় সফর ও ২৬ মার্চ উপলক্ষে বিএনপির কর্মসূচি চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি এখন পথহারা পথিক : ওবায়দুল কাদের
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা : রিজভী
বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী কারাগারে
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
X
Fresh