• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খালেদার সাজা বাড়াতে প্রস্তুত দুদক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মার্চ ২০১৮, ১১:৪০

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাড়ানোর আবেদন প্রস্তুত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী রোববার এ আপিল হাইকোর্টে দায়ের করা হবে। জানালেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

আজ বুধবার সকালে আরটিভি অনলাইনকে তিনি বলেন, বিএনপি মামলার জন্য ব্রিটিশ আইনজীবী নিয়োগ করলেও দুদকের বিদেশি আইনজীবীর প্রয়োজন নেই।

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীদের পরামর্শ দিতে ব্রিটিশ এক আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে। এ আইনজীবীর নাম লর্ড কারলাইল।

--------------------------------------------------------
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের আইনজীবী নেতা নির্বাচনে ভোট গ্রহণ শুরু
--------------------------------------------------------

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকেই খালেদা জিয়া নাজিমউদ্দিন রোডের পুরান কেন্দ্রীয় কারাগারে আছেন।

এরপর খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদন করা হলে হাইকোর্ট গত ১২ মার্চ তাকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরদিন আপিল বিভাগের চেম্বার জজ আদালতে তা স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ ও দুদক। পরে ১৯ মার্চ আপিল বিভাগ চার মাসের জামিন দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ ৮ মে পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ

আরও পড়ুন:

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া 
স্ত্রীসহ সাবেক এমপির পিএসের বিরুদ্ধে দুদকের মামলা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে হাসপাতালে
অচল গার্মেন্টসকে সচল দেখিয়ে ২ কোটি টাকা লোপাটের অভিযোগ
X
Fresh