• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

খালেদা জিয়ার বন্দি, সরকারের ইচ্ছার প্রতিফলন: ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মার্চ ২০১৮, ১৩:১৮

খালেদা জিয়ার জামিন স্থগিত সরকারের ইচ্ছার প্রতিফলন হয়েছে। প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ও ২৯ মার্চ জনসভা হবে। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ সোমবার অনুমতি না পাওয়ায় রাজধানীতে বিএনপির সমাবেশ হয়নি। তাই মঙ্গলবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও ২৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দীতে সমাবেশ করা হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: আপিল বিভাগের আদেশ নজিরবিহীন: মওদুদ
--------------------------------------------------------

বিএনপি মহাসচিব বলেন, ক্ষোভের সঙ্গে বলছি, উচ্চ আদালতের এ আদেশে সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটেছে। ন্যায় বিচার থেকে খালেদা জিয়া বঞ্চিত হয়েছেন। গণতন্ত্রকে চূড়ান্তভাবে কবর দেয়ার জন্য আজ কফিনে শেষ পেরেক মারা হয়েছে।

তিনি বলেন, সরকার আমাদের প্রভোক করে ভিন্ন পথে পরিচালিত করতে চাইছে। কিন্তু আমরা নিশ্চয়তা দিতে চাই, সহজে আমরা সে পথে যাচ্ছি না। কোনো ট্র্যাপে পা দিচ্ছি না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল আউয়াল মিন্টু, ডা. এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ।

আরও পড়ুন:

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ খন্দকার মোশাররফকে দেখতে গেলেন মির্জা ফখরুল
সরকার জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে : মির্জা ফখরুল
আ.লীগ এখন সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে : মির্জা ফখরুল
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা ফখরুলের
X
Fresh