• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘বিএনপি একটা বিষফোঁড়া’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মার্চ ২০১৮, ১২:০৬

‘নির্বাচন নিয়ে আমাদের কোনো ভয় কিংবা সংকোচ নেই। এই ভীতি অনেক আগেই আমরা জয় করেছি। বিএনপি একটা বিষফোঁড়া। বিগত সময়ের মতো আগামী নির্বাচনেও জনগণ এই বিষফোঁড়াকে প্রত্যাখ্যান করবে।’

বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে দলের ত্রাণ ও পুনর্বাসন উপ-কমিটির রিকশা-ভ্যান বিতরণ কর্মসূচিতে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এখন জনসম্পৃক্ততা বাদ দিয়ে ক্ষমতার জন্য বিদেশিদের নিয়ে ষড়যন্ত্র করছে। আর এজন্যই দলটির হাজার হাজার কর্মী আওয়ামী লীগে যোগ দেয়ার জন্য অপেক্ষায় রয়েছেন।’

এ সময় আওয়ামী লীগের এই নেতা জানান, উড়োজাহাজ দুর্ঘটনায় নেপালে নিহতদের লাশ যত দ্রুত সম্ভব দেশে আনতে কাজ করছে সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি এখন পথহারা পথিক : ওবায়দুল কাদের
বিএনপিসহ সব অপশক্তিকে প্রতিহত করব : কাদের
হিটলারের চেয়েও ভয়ংকর নেতানিয়াহু : কাদের
ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে যা বললেন রিজভী
X
Fresh