• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘আগে মায়ের মুক্তি, তারপর সংলাপ, অন্য আলাপ’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ মার্চ ২০১৮, ১৩:৩৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মা সম্বন্ধ করে বলেছেন, আগে তার মুক্তি চাই, তার মুক্তিই নির্বাচনী মাঠ সমতল হওয়ার প্রথম শর্ত। তারপর নির্বাচন, সহায়ক সরকার, সংলাপসহ অন্য বিষয়গুলো নিয়ে আলাপ হতে পারে।

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবীর রিজভী বলেন, ‘শেখ হাসিনার দুর্বিনীত দুঃশাসনকে প্রলম্বিত করার জন্য প্রধান নির্বাচন কমিশনার ভোটারবিহীন একতরফা নির্বাচনের দিকে এগিয়ে গেলে দেশে চরম অরাজকতা সৃষ্টি হবে। এজন্য দায়ী থাকবেন প্রধান নির্বাচন কমিশনার।’

বিএনপির এই নেতা আরো বলেন, ‘নির্বাচনী মাঠ সমতল হওয়ার প্রথম শর্ত হল খালেদা জিয়াকে মুক্তি দেওয়া ও সহায়ক সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়া।’

গেলো ৮ মার্চ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণের ব্যাপারে আমরা আলাদা করে আর কোনো উদ্যোগ নেইনি।

সিইসি আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে যখন সংলাপ হয়েছে তখন সকল দলকে বলেছি, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন। আমরা আশা করি, সবাই নির্বাচনে আসবে। নতুনভাবে আর তাদের অংশগ্রহণের জন্য কিছু আমরা করব না।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
কঠিন গ্রুপে পড়লেও চিন্তা নেই, বলছে বিসিবি
X
Fresh