• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মার্চ-এপ্রিলে আরও দুই বিভাগ ও তিন জেলা সফর করবেন প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ মার্চ ২০১৮, ০৮:৫৯

ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে মার্চ ও এপ্রিল মাসে আরও দুটি বিভাগীয় শহর এবং তিনটি জেলায় সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগীয় শহর এবং চাঁদপুর, ঠাকুরগাঁও, ও গাজীপুর জেলায় তিনি সফর করবেন।

এসব সফরে নির্বাচনী প্রচারণার পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রতিটি সফরে জনসভার আয়োজন করবে জেলা বা মহানগর আওয়ামী লীগ। জনসভায় অংশ নিয়ে আগামী নির্বাচনে আবারও নৌকার প্রার্থীকে বিজয়ী করতে অনুরোধ জানাবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এরইমধ্যে প্রধানমন্ত্রী সিলেট,যশোর, রাজশাহী,খুলনা ও রবিশাল সফর করেছেন। এসব সফরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করেন তিনি। এছাড়া প্রতিটি বিভাগের জনসভায় আগামী নির্বাচনে নৌকায় ভোট চেয়েছেন।

আগামী ২১ মার্চ বন্দরনগরী চট্টগ্রাম সফরের মধ্য দিয়ে এই সফর শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ১ এপ্রিল চাঁদপুরে, ৫ এপ্রিল ময়মনসিংহ, ২৫ এপ্রিল ঠাকুরগাঁও সফরে যাবেন প্রধানমন্ত্রী। মহানগর সফর হিসেবে এর আগে সর্বশেষ ৩ মার্চ খুলনায় জনসভা করেন তিনি।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর নিষ্ঠা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান পরশের
পণ্যের দাম স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে : প্রধানমন্ত্রী
অবশেষে সাকিব ইস্যুতে মুখ খুললেন ওবায়দুল কাদের
মার্কিন সংস্থার প্রতিবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh