• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘পৃথিবী যতদিন, মশার যন্ত্রণাও ততদিন’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ মার্চ ২০১৮, ২২:৩২

‘মশাকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। পৃথিবী যতদিন থাকবে, মশার যন্ত্রণাও ততদিন থাকবে।’ বললেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার সচিবালয়ের সভাকক্ষে চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে গৃহীত ব্যবস্থা ও রোগ দমনে করণীয় বিষয়ে সভায় মন্ত্রী এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মশাবাহিত দুই রোগ ডেঙ্গু এবং চিকুনগুনিয়া মোকাবেলায় তাদের প্রবারের প্রস্তুতি ভালো। আমি একটি কথা বলতে চাই মশার কারণে মহামারি তো দূরের কথা, ডেঙ্গু আক্রমণের কোনো আশঙ্কাই নেই এবার।’

মন্ত্রী বলেন, ‘আমি অত্যন্ত সেটিসফাইড যে, আমাদের প্রস্তুতি ভালো আছে।...আমার মনে হয়, তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকলে মশার প্রাদুর্ভাব কমে যাবে।’

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে কেউ মশার কামড় খেয়ে অসুস্থ হলে তাকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া। আর মশা নিধনের কাজ হচ্ছে সিটি করপোরেশনগুলোর। আর বাড়ির ভিতরে মশা নিধনের দায়িত্ব হচ্ছে বাড়ির মালিকের। এর সাথে বাড়ির মালিক উক্ত বাড়ির আশে পাশে পরিস্কার রাখার ব্যবস্থা করবেন।’

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh