• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কর্মসূচিতে বাধা: থানায় থানায় বিক্ষোভ ডাক দিলেন ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ মার্চ ২০১৮, ১৭:২৯

ঢাকার অবস্থান কর্মসূচি পালন করতে না দেয়ায় রাজধানীর থানায় থানায় বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, 'শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে আগামী ১০ মার্চ শনিবার ঢাকা মহানগরীর সব থানায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করছি।'

এর আগে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছিল বিএনপি।

কিন্তু ওই কর্মসূচিতে বাগড়া দেয় পুলিশ। পুলিশ চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় ছাত্রদলের এক নেতা।

ওই ঘটনার পর জরুরি সংবাদ সম্মেলন বিক্ষোভের ডাক দিলেন ফখরুল।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মানুষ যে আশা নিয়ে স্বাধীনতাযুদ্ধ করেছিল, তা আজও পূরণ হয়নি’
দেশে ফিরছেন বিএনপি মহাসচিব
‘ভিত্তিহীন মামলা দিয়ে বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে’
আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই গণতন্ত্রবিরোধী শক্তি : ফখরুল
X
Fresh