• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কষ্ট হলেও ঐতিহাসিক কারণে দুর্ভোগ মেনে নেয়ার অনুরোধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মার্চ ২০১৮, ১৫:৩০

অাগামী ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে অামাদের শপথ নিতে হবে। মৌলবাদী শক্তিকে পরাজিত করে বিজয় ছিনিয়ে অানতে হবে। যারা ৭ মার্চ পালন করে না তারা স্বাধীনতা বিশ্বাস করে না।

বললেন ক্ষমতাসীন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ অাওয়ামী লীগ অায়োজিত জনসভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অাগামীতে সকল কর্মসূচি ছুটির দিনে পালন করা হবে।

তিনি বলেন, ঐতিহাসিক ৭ মার্চ দিনটি সকল বাঙালির সম্পদ। এই দিনটি পরিবর্তন করা যায় না। আমরা আমাদের অন্যান্য জনসভাগুলো ছুটির দিনে শুক্রবার ও শনিবার করেছি।

ঢাকাবাসীর উদ্দেশ্যে কাদের বলেন, ‘আপনাদের একটু কষ্ট হলেও মেনে নেয়ার অনুরোধ জানাই।’

জনসভা পরিচালনা করেছেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক অামিনুল ইসলাম। দুপুর অাড়াইটায় পবিত্র কোরঅান তেলাওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপেটক পাঠের মাধ্যমে জনসভা শুরু হয়।

এর আগে জনসভা মঞ্চে সকাল থেকেই বঙ্গবন্ধুর ভাষণ, দেশাত্ববোধক গান বাজানো হয়। জনসভা শুরুর অাগে দলের এমপি মমতাজ গান পরিবেশন করেন।

এসজে

আরও পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইফতার পার্টি করে মিথ্যাচার চালাচ্ছে বিএনপি : কাদের 
জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বিএনপির : কাদের 
স্বাধীনতা ঘোষণার পাঠক ঘোষক হতে পারে না : কাদের
বেশি কথা বললে হাটে হাঁড়ি ভেঙে দেবো, বিএনপিকে কাদের
X
Fresh