• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

‘জামায়াত নিষিদ্ধের বিষয়টি জটিল’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ মার্চ ২০১৮, ১৮:১৮

‘জামায়াত দেশের শত্রু। তাদের এ দেশে থাকার কোনো অধিকার নেই। তবে জামায়াতকে নিষিদ্ধের বিষয়টি জটিল।’

বললে সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার বিসিএস ইকোনমিক সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব বলেছেন, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালিয়ে সরকার ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

এ ধরনের কথা একমাত্র জামায়াত বলতে পারে। যিনি বলেছেন তিনি নিশ্চয়ই জামায়াত করেন।’

অর্থমন্ত্রী বলেন, ‘দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তা দুনিয়ার কোথাও নেই।

তাদের খুঁজে খুঁজে বের করা হচ্ছে। শাস্তির আওতায় আনা হচ্ছে।’

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh