• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জাফর ইকবালকে হামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নিন্দা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ মার্চ ২০১৮, ২৩:১৩

বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর যে হামলা হয়েছে, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করছে।

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, সরকারের প্রতি অনুরোধ থাকবে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের যেন শাস্তির আওতায় আনা হয়।

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি এও আশা রাখে, মুক্তমত চর্চা যারা করে আসছেন তাদের নিরাপত্তা ব্যবস্থাও যেন জোরদার করা হয়।

ড. মহম্মদ জাফর ইকবালের ওপর হামলা হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী যে দ্রুত পদক্ষেপ নিয়েছেন, এজন্য আমরা তাঁকে সাধুবাদ জানাই। এ বিষয়ে সব ধরনের ভালো উদ্যোগে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি সবসময় সরকারের পাশে আছে।

আরও পড়ুন:

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯০ বছর ধরে সংরক্ষিত বইয়ের মানব চামড়ার মলাট সরিয়ে নিল হার্ভার্ড
ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হলেন যারা
ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম প্রিয়ন্তী মণ্ডল
ফের জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর
X
Fresh