• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘পুলিশ-প্রশাসন জাফর ইকবালকে নিরাপত্তা দিতে ব্যর্থ’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ মার্চ ২০১৮, ২১:৫৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রমৈত্রী ও যুবমৈত্রী।

রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন যুবমৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স।

বক্তব্য রাখেন যুবমৈত্রীর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তপন, সহসভাপতি তৌহিদুর রহমান, আব্দুল আহাদ মিনার, অরূপ কুমার পিন্টু, কায়সার আলম, ছাত্রমৈত্রীর সভাপতি ফারুক আহমেদ রুবেল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির।

সভা পরিচালনা করেন ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব জুয়েল।

সভায় ছাত্রমৈত্রীর সভাপতি ফারুক আহমেদ রুবলে বলেন, অধ্যাপক জাফর ইকবালকে গতকাল সিলেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ধারালো অস্ত্রধারী জঙ্গিবাদী কায়দায় হামলা করে আহত করে। এ হামলার সঙ্গে জামাত-শিবিরের যোগসূত্র রয়েছে এবং বিএনপির মদদ রয়েছে।

তিনি বলেন, বিএনপির মদদে জামাত-শিবির নাশকতার চূড়ান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই হামলার একাত্তরে পাকিস্তানি রাজাকারদের কথা মনে করিয়ে দেয়। পুলিশ-প্রশাসন জাফর ইকবালকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন:

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh